আইসটি বিভাগে বাজেট-প্রস্তাবনার ওপর আলোচনা

১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:০০  
আসন্ন বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইসিটি টাওয়ারে শুরু হয়েছে এই আলোচনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ) মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক সঞ্চালনা করেন এলআইসিটি’র পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ। বৈঠকে আইসিটি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর পক্ষ থেকে ২০২০-২১ অর্থ বছরের বাজেট খসড়া প্রস্তাবনা পেশ করা হয়। এর পরে প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানাগেছে, আলোচনায় বেশ কয়েকটি দাবি ওভারল্যাপস হওয়ায় তা সংশোধন করে ভ্যাট ও ট্যাক্স বিষয়ক দাবি আলাদা আলাদা করে আগামী সপ্তাহে জমা দেয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় বাক্য এর পরিচালক রাশেদ নোমান, বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, ই-ক্যাব অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক (অনু) এবং জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ কম্পিউটার সমিতি ও আইএসপিএবি’র কোনো সদস্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন না।